skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাKMC Election 2021: সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, বিরোধী দলনেতাহীন কলকাতা পুরসভা

KMC Election 2021: সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, বিরোধী দলনেতাহীন কলকাতা পুরসভা

Follow Us :

কলকাতা: কলকাতা পুরসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে ছোট লালবাড়ি কার দখলে। তবে, যে প্রশ্নটি মাথা চারা দিয়ে উঠেছে তা হল কে হবেন বিরোধী দলনেতা? তবে কী বিরোধী দলনেতাহীন থাকবে কলকাতা পুরসভা? কারণ কোনও বিরোধী দলই ১০ শতাংশ অর্থাৎ ১৫টা আসন পায়নি।

কলকাতার কুরসি (KMC Election 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) দখলে। বিরোধী দল বিজেপি (BJP), সিপিএম (CPM) এবং কংগ্রেসকে (Congress) যোজন মাইল পিছনে ফেলে, ছোট লালবাড়িতে (KMC) বৃহস্পতিবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল নতুন বোর্ড তৈরি করতে চলেছে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ ওয়ার্ডেই ঘাসফুলের জয় হয়েছে। বিজেপি পেয়েছে তিনটি আসন। বাম এবং কংগ্রেস দু’টি করে ওয়ার্ডে জয় পেয়েছে। নির্দল প্রার্থীরা পেয়েছেন তিনটি আসন।

প্রাপ্ত ভোটের সংখ্যা হিসেবে করলে দেখা যাচ্ছে বিজেপি ৯.২১ শতাংশ ভোট পেয়েছে।  সেখানে বামফ্রন্টের অর্থাৎ সিপিএম-সহ বাম শরীক দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা ১১.৮৯ শতাংশ। অর্থাৎ প্রাপ্ত ভোটের সংখ্যায় বিরোধী হিসেবে বামফ্রন্ট এগিয়ে থাকলেও আসনের নিরিখে কিন্তু বিজেপির থেকে কম আসন পেয়েছে।

আরও পড়ুন- দশ বছরে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে তিন গুণ কর্মসংস্থান, টুইট মমতার

নিয়ম অনুযায়ী, ন্যূনতম ১০ শতাংশ আসন পেতে পেলে তবেই মেল বিরোধী দল নেতার পদ। পরিসংখ্যান বলছে এবারের পুরনির্বাচনে কোনও রাজনৈতিক দলই ১০ শতাংশ আসন অর্থাৎ ১৫টি সিট পায়নি। তাই নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দলের কপালে বিরোধী দলের মর্যাদা মিলল না। ফলে, বিরোধী দলনেতা হীন কলকাতা পুরসভা। যদিও শাসক দল চাইলে তবে মিলতে পারে বিরোধী দলের মর্যাদা।

RELATED ARTICLES

Most Popular